ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

‘ভাইয়াদের আমাকে এতো খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ০২:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বর্তমানে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট) প্রযুক্তির কারণে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন তারকারা। ইতোমধ্যে ভারতীয় বেশ কয়েকজন অভিনেত্রীর ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ায় নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তারা। এদের মধ্যে রয়েছেন— রাশমিকা, ক্যাটরিনা-কাজলদের মতো অভিনেত্রীরা। বাংলাদেশি অভিনেত্রীদের ক্ষেত্রে এমনটি খুব একটা শোনা যায় না। তবে এবার ডিপফেকের শিকার হয়েছেন বাংলাদেশের ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। 

বিজ্ঞাপন

491299900_1233805181437948_3729820982194904818_n

সামজিক বিভিন্ন ইস্যুতে মন্তব্য করতে দেখা যায় শবনম ফারিয়াকে। ব্যক্তিগত জীবনেও তিনি প্রতিবাদী কণ্ঠ। এবার সামাজিক মাধ্যমে এক পোস্টে নিজের ডিপফেকের ছবির শেয়ার করে ক্ষোভ উগরে দিলেন। 

বিজ্ঞাপন

Capture

ওই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসায় পোস্ট দিয়েছে। আমি বুঝলাম না! এই ভাইয়াদের আমাকে এতো খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এতো কষ্ট করে এডিট করে! আমি তো এমনেই স্লিভলেস পরে ছবি দেই! এগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায় এমন কয়েকটা ছবি তুলেই ফেলি!

সবশেষ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, প্রমিস করলাম, এবার বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।

বিজ্ঞাপন

475854314_1183528476465619_8923676807207721802_n 

বিজ্ঞাপন

এর আগেও বেশ কিছু ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল। তখনও সোচ্চার হয়েছিল অভিনেত্রী।

প্রসঙ্গত, ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ মোবারকনামায়। যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। পর্দায় দুজনের কাজ বেশ প্রশংসিত হয়েছে দর্শকের কাছে।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |